সম্পাদকীয় : আগষ্ট ২০১৬


সম্পাদকীয় : আগষ্ট ২০১৬


বর্ষা এলেই আপামর মন কেমন রোম্যান্টিক হয়ে যায় যে! আসতে অনেক দেরি করেও যেভাবে বর্ষা ভরিয়ে দিল আমাদের এবার, আহা। বাজারে ইলিশের ডাকাডাকি, থইথই জল। জল অবশ্যি জমে না থাকলেই ভালো। বৃষ্টি থামল, আর ঘণ্টাখানেকের মধ্যে সব জল স্বস্থানে গতিপ্রাপ্ত হল, এমনটা হলে কি ভালোই না হত। হচ্ছে, তবে কলকাতায় বা রাজ্যের অন্য শহরাঞ্চলে এখনও কাজ অনেক বাকি। সব তো আর কল্পনায় মেলে না। মেলে না বলেই তো তাকে নিয়ে অনন্য জাল বোনা।

বর্ষাকালে যে সব অসুখ সম্পর্কে সচেতন হওয়া দরকার, তা নিয়ে সজাগ থাকুন। নিজে না জেনে থাকলে যিনি জানেন, তার পরামর্শ নিন। চিলেকোঠা ওয়েবজিন আশা রাখে, তার সঙ্গীসাথীরা সকলে সচেতন নাগরিক।

চিলেকোঠা অন্যান্য বছরের মতো এবারেও গত জুলাই মাসে আয়োজন করেছিল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও উৎসাহ দিতে একটি ছিমছাম অনুষ্ঠানের। গত ১৮ অগস্ট ছিল রাখীপূর্ণিমা। বরানগর কুঠিঘাটে পিয়ারলেসের মিলনতীর্থ বৃদ্ধাশ্রমে চিলেকোঠা সেদিন উপস্থিত হয়েছিল, জীবনের প্রান্তবেলায় পৌঁছনো ওখানের আবাসিকদের হাতে রাখী বন্ধনের সাথে সাথে কিছুক্ষণ নাচে গানে আনন্দে সময় কাটিয়ে তাঁদের প্রাণে একটু আনন্দের সঞ্চারে।

ক্যালেন্ডার অনুযায়ী শরৎ হলেও শরতের জন্য এখনও কিঞ্চিৎ অপেক্ষা করতে হবে। অতএব, বন্ধুরা, ভরসা রেখেছিলেন দাবদাহের দিনগুলিতে, বর্ষা এসেছে। উপভোগ করুন জমিয়ে, সামান্য ভোগান্তিকে আলিঙ্গন জানিয়ে।